নিজেদের ভুলেই হেরেছে ইংল্যান্ড, দাবি ব্যাটিং কোচের
ভারতের কাছে সিরিজের তৃতীয় টেস্টে বাজেভাবে হেরেছে ইংল্যান্ড। এই ব্যর্থতার জন্য ইংল্যান্ড দলের খেলোয়াড়-কর্মকর্তা অনেকেই আহমেদাবাদের পিচকে দায়ী করেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের খবরে জানা গেছে, ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ জনাথন ট্রট তৃতীয় টেস্টের পিচ নিয়ে কাউকে দোষ দিতে চান না। পিচ নিয়ে অভিযোগ করতেও নারাজ তিনি।
নিজেদের ভুলের জন্য তৃতীয় টেস্টে তারা হেরেছে বলে মনে করেন ট্রট। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে পিচ অনেকটা শুকনো ছিল, যা সাধারণত ভারতে দেখা যায় না। আগে এই পিচের সঙ্গে মানিয়ে নেওয়া দরকার। আমাদের লক্ষ্য ছিল বড় রান করে ভারতকে চাপে ফেলা। অবশ্য আমরা সেটা পারিনি।’
কোনো ক্রিকেটারকেও দোষ দিতে নারাজ ইংল্যান্ডের ব্যাটিং কোচ, ‘আমরা যদি ২০০-২৫০ রান প্রথম ইনিংসে করতে পারতাম, খেলাটা অন্যরকম হতো। দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাট করার মানসিকতা অন্যরকম হতো। এটা ঠিক এই পিচে বল ঘুরছিল। তবে বল বারবার স্কিড করেছে, যা দুদলের ব্যাটিংয়ের সময়ই আমরা দেখতে পেয়েছি। তাই এটা নিয়ে অজুহাত দেওয়ার কিছু নেই।’
গোলাপি বলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন মেনে নিয়েও ট্রট বলেন, ‘গোলাপি বল অনেক বেশি সুইং করে। এর রংও নষ্ট হয় না। তবে আমার মনে হয় পিঙ্ক বলের খেলার সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়া যায় ততই ভালো।’
আহমেদাবাদ টেস্টে পুরোপুরি দুদিনও নয়, দেড় দিনেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। পাঁচদিনের টেস্ট মাত্র দুদিনে জিতে ইতিহাস গড়ে বিরাট কোহলির ভারত।
ভারতের দুর্দান্ত জয়ের নায়ক ছিলেন ব্যক্তিগত দ্বিতীয় টেস্টে খেলতে নামা অক্ষর প্যাটেল। দুই ইনিংস মিলে ১১ উইকেট তুলে নেন এই তরুণ স্পিনার। ম্যান অব দ্য ম্যাচও হন তিনি।