নিজের একাডেমিতে সাকিব
সম্প্রতি খোলামেলা একটি সাক্ষাৎকার দিয়ে বেশ আলোচনায় সাকিব আল হাসান। এরপর দেশে ফিরেছেন, শুরু করে দিয়েছেন অনুশীলন। তবে সংবাদমাধ্যমকে কৌশলে এড়িয়ে যাচ্ছেন তিনি।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রুপগঞ্জে সাকিব গিয়েছেন নিজের ক্রিকেট একাডেমিতে। সেখানকার ছাত্রদের সঙ্গে দেখা হয় সাকিবের। সেখানে সাকিবের জন্মদিনও পালন করা হয়। তবে কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে।
সাকিবের স্বপ্নের একাডেমির কার্যক্রম শুরু হয়েছে এ বছর জানুয়ারিতে। এর নাম ‘মাসকো সাকিব ক্রিকেট একাডেমি’। মাসকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠে এই একাডেমি। যেখানে বিশ্বমানের সব সুযোগ রয়েছে।
আইসিসির এক বছরের নিষেধাজ্ঞার পর গত বছরের শেষদিকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেন সাকিব। নিষেধাজ্ঞার পর প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলেন। পরে এ বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টও খেলেছিলেন, তবে চোটের কারণে তাঁকে বাইরে বসে থাকতে হয়েছিল এবং একই কারণে ঢাকায় দ্বিতীয় টেস্টও মিস করেন তিনি।