নিজের খেলা উপভোগ করছেন কোহলি
রানের চাকা ছুটছে বিরাট কোহলির। ক্লান্তির ছিঁটেফোঁটা নেই। যে কোহলিকে বিশ্বকাপ দল থেকেই বাদ দেওয়ার কথা উঠেছিল, সেই তিনি চলতি আসরে ভারতের সব কয়টি ম্যাচে জয়ের নায়ক! চার ম্যাচে তিন অর্ধশতক, ম্যাচসেরা হয়েছেন আজ বাংলাদেশের বিপক্ষেও।
অ্যাডিলেড ওভালে খেলেন ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস। ৮ চার ও ১ ছয়ে সাজানো ইনিংসটি গড়ে দেয় ভারতের ভীত। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে কোহলি বলেন, ‘আরেকটি দারুণ দিন কাটল। ব্যাট হাতে চেয়েছি সহজাত খেলা খেলতে। যখন মাঠে নামি, আমরা চাপে ছিলাম। তখন আমি সময় নিয়ে বুঝেশুনে খেলেছি।’
সাম্প্রতিক অতীতেও কথার বাণে জর্জর হচ্ছিলেন বিরাট কোহলি। সেসব পেছনে ফেলে এগিয়ে যেতে চান। কোহলির মতে, ‘অতীত অতীতই। অস্ট্রেলিয়ায় আমরা ভালো খেলতে চাই। আমি নিজে ভালো শট খেলতে চাই। আমার ব্যাটিং উপভোগ করতে চাই। এই মাঠে খেলার সময় মনে হয়েছে ঘরের মাটিতে খেলছি।’
বিরাট কোহলি যেদিন নিজের খেলাটা উপভোগ করেন, সেদিন প্রতিপক্ষের কপালে দুর্দশা লেখা থাকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দিনের আলোর মতো পরিষ্কার হলো আবারও। পরিস্থিতির চাহিদা মিটিয়ে কীভাবে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নেওয়া যায়, কোহলি তার দারুণ উদাহরণ।