নিজের দেশের ক্রিকেট বোর্ডের সমালোচনায় রানাতুঙ্গা
সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতীয় ক্রিকট দল এখন শ্রীলঙ্কা সফরে। দ্বিতীয় সারির দল নিয়ে এই সফরে যায় তারা। ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ খেলতে রাজি হওয়ায় নিজেদের দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে ও শ্রীলঙ্কা ক্রিকেটের কর্মকর্তাদের সমালোচনা করে রানাতুঙ্গা বলেন, ‘এই সিরিজ আয়োজন করে দেশের সম্মান হানি করা হয়েছে, দেশকে ছোট করা হয়েছে।’
এনডিটিভির খবরে জানা গেছে, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত সোমবার শ্রীলঙ্কায় গিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল। আগামী ১৩ জুলাই ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে দুই দল।
তারকা খেলোয়াড়দের মধ্যে ভারতীয় দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও ঋষভ পন্ত। প্রথম সারির দলটি এখন ইংল্যান্ড সফরে।
এ ব্যাপারে রানাতুঙ্গা বলেন, ‘শ্রীলঙ্কা সফরে আসা দলটি ভারতের সেরা দল নয়, এটা তাদের দ্বিতীয় সারির দল। আমাদের ক্রীড়ামন্ত্রী বা ক্রিকেট প্রশাসকরা এটা জানেন না? র্যাঙ্কিংয়ে হয়তো শ্রীলঙ্কার অবনমন হয়েছে। তবে ক্রিকেট জাতি হিসেবে আমাদের একটা পরিচিতি আছে। আমাদের একটা সুনাম আছে। ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে আমাদের সেরা খেলোয়াড়দের খেলানো উচিত নয়।’
১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক আরও বলেন, ‘আমাদের কর্মকর্তাদের অবনতি হয়েছে। ক্রিকেটের উন্নতির জন্য বড় ধরনের পরিবর্তন দরকার। কর্মকর্তরা শ্রীলঙ্কার খেলোয়াড়দের সম্মানের বিষয়টি ভাবেনি। আর্থিক লাভের কথাটি ভেবেছে।’