নেইমারদের নতুন কোচ পচেত্তিনো
নতুন বছর শুরুর আগে টমাস তুখেলকে বরখাস্ত করে প্যারিসের ক্লাব পিএসজি। তুখেলের বিদায়ের পর গুঞ্জন ওঠে ক্লাবটির নতুন কোচ হতে যাচ্ছেন মাওরিসিও পচেত্তিনো। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। পচেত্তিনোই হলেন নেইমারদের নতুন কোচ।
স্প্যানিশ সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই আর্জেন্টাইন কোচকে নিয়োগ দিয়েছে পিএসজি। তবে মেয়াদ আরো বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
নতুন কোচ নিয়োগের খবরটি নিজেদের অফিশিয়াল টুইটারে জানিয়েছে পিএসজিও। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে পচেত্তিনোকে স্বাগত জানিয়েছে নেইমার-এমবাপ্পেদের ক্লাব।
ক্লাবের ওয়েবসাইটে নিজের নতুন দায়িত্ব নিয়ে অনুভূতির কথা জানান পচেত্তিনো। আর্জেন্টাইন তারকা প্রথম সাক্ষাৎকারে বলেন, ‘অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এই ক্লাবে ফিরে এসেছি। এটা দারুণ অনুভূতি। অনেক ভালো একটি সুযোগ। বিশ্বের সেরা পর্যায়ের কয়েকজন মেধাবী খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। এই দলের দারুণ সম্ভাবনা আছে। আমার সহকর্মীরা ও আমি সব প্রতিযোগিতায় পিএসজির হয়ে সেরাটা অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
ক্লাব ক্যারিয়ারে পিএসজিতেই অনেক সময় কাটিয়েছেন পচেত্তিনো। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্লাবটির জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। এবার কোচ হয়ে এলেন নিজের প্রিয় ক্লাবকে সামলাতে।
চলতি লিগ ওয়ানে নতুন মৌসুমটা তেমন ভালো যাচ্ছে না পিএসজির। শেষ সাত ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে ফরাসি চ্যাম্পিয়ানরা। হেরেছে দুটিতে, বাকি দুটিতে ড্র। মোট ১৭ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা।
সময়টা খারাপ যাচ্ছিল চ্যাম্পিয়ানস লিগেও। গত আসরে ফাইনাল খেলা পিএসজি চ্যাম্পিয়ানস লিগে প্রথম তিন রাউন্ডে দুবার হারে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। তাই নতুন বছর শুরুর আগে ছয় মাসের চুক্তি বাকি থাকতেই তুখেলকে বাদ দিল পিএসজি।
২০১৮ সালের মে মাসে পিএসজির দায়িত্ব নেন তুখেল। এই সময়ে দলটির হয়ে দুটি করে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপের শিরোপা জেতেন জার্মানির কোচ।