নেইমার-এমবাপ্পের দারুণ নৈপুণ্য, পিএসজির জয়ের ধারা অব্যাহত
জয়ের ধারা অব্যাহত রাখল পিএসজি। লিগ ওয়ানের ম্যাচে তারা বড় ব্যবধানে জিতেছে। মেসির দল ৫-২ গোলে হারিয়েছে মোঁপেলিয়েকে।
নিজেদের মাঠে পিএজির বড় জয়ে নেইমার করলেন জোড়া গোল। কিলিয়ান এমবাপ্পেও গোলের দেখা পেয়েছেন। আর রেনাতো সানচেস একটি, অন্যটি হয়েছে আত্মঘাতী থেকে।
ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। প্রতিপক্ষের গোলমুখে এমবাপ্পের বাড়ানো বল রুখতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন মোঁপেলিয়ের ডিফেন্ডার সাকো।
৪৩ মিনিটে মেসিদের ব্যবধান দ্বিগুণ হয়। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে নেইমার গোল করেন।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল ব্যবধান আরও বড় করেন নেইমার। আশরাফ হাকিমির ক্রস প্রতিপক্ষের এক পায়ে লেগ বল পান নেইমার, তিনি চমৎআকার হেডে গোল করেন।
৫৮ মিনিটে মোঁপেলিয়ের পক্ষে প্রথম গোল করেন ওহাবি খাজরি। অবশ্য এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। পরের মিনিটে এমবাপ্পে পিএসজির পক্ষে চতুর্থ গোল করেন। কর্নার থেকে বল পেয়ে তিনি আলতো শটে গোল করেন।
৮৫ মিনিটে আরকেটি গোল করেছিলেন নেইমার। কিন্তু অফসাইডের কারণে হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি তিনি।
৮৭ মিনিটে সানচেস পিএসজির পক্ষে পঞ্চম গোল করেন। মেন্দেসের পাসে বল পেয়ে চমৎকার শটে গোলটি করেন তিনি।
ইনজুরি সময়ে মোঁপেলিয়ের পক্ষে এনজোর গোলে ব্যবধান কিছুটা কমালেও দলের হার এড়াতে পারেননি।
এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে লিলে দ্বিতীয় এবং মোনাকো তৃতীয় স্থানে আছে।