‘নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হয় না’
প্রথমে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন। এর কদিন পর বিরাট কোহলিকে ওয়ানডের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় বিসিসিআই। সম্প্রতি কোহলি নিজেই টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। এবার অধিনায়কত্ব নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করলেন তিনি। নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হয় না বলে মনে করেন তিনি।
ফায়ারসাইড চ্যাট অনুষ্ঠানে বিরাট বলেন, ‘প্রথমে এটা বুঝে নিতে হবে আমি কী অর্জন করতে চাই। সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি কি না। সব কিছুর মেয়াদ ও সময় থাকে। একজন ব্যাটার হিসাবে আমি দলকে আরও বেশি কিছু দিতে পারি। সেটা নিয়ে গর্ব করা যায়। নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হয় না।’
কোহলি আরো বলেন, ‘আমি আরেকটা বিষয় যোগ করতে চাই। ঠিক সময়ে সরে আসাটাও নেতৃত্বের অংশ। আমার মনে হয় একজনের সব ভূমিকা ও দায়িত্ব সাদরে গ্রহণ করা উচিত। আমি এমএস ধোনির নেতৃত্বে খেলেছি। এরপর অধিনায়ক হই। কিন্তু আমি সবসময় একজন অধিনায়কের মতোই ভেবেছি। আমি যখন অধিনায়ক হই, তখন আমার ফোকাস ছিল দলের সংস্কৃতি বদলের ওপর। আমি জানতাম আমাদের দক্ষতার কোনো অভাব নেই।’
বিরাট কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্ট ম্যাচ খেলে ৪০টিতে জিতেছে। অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর কোহলির নেতৃত্বে ভারত টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর দল হয়েছিল।