নেতৃত্ব নিয়ে রোমাঞ্চিত লিটন
তামিম ইকবালের চোটে ভারত সিরিজে অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে লিটন কুমার দাসের হাতে। দেশের অন্যতম সেরা এই তারকার ওয়ানডে অভিষেক হয়েছিল ২০১৫ সালে ভারতের বিপক্ষেই।
২০১৫ সালের পর বাংলাদেশে ভারতের এটি প্রথম সফর। সব মিলিয়ে রোমাঞ্চ কাজ করছে টাইগারদের নতুন দলপতির মনে।
আগামীকাল মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব পাওয়া নিয়ে কথা বললেন লিটন। জানালেন দায়িত্ব বেড়ে যাওয়ার ব্যাপারেও। লিটন বলেন, ‘এত বড় একটি সিরিজে আমাকে অধিনায়ক বানানোয় বিসিবিকে ধন্যবাদ। প্রথমবার এমন দায়িত্ব পেলাম। অন্যরকম রোমাঞ্চ কাজ করছে। চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার।’
অধিনায়কত্ব মানে বাড়তি চাপ। সেটি কীভাবে দেখছেন, সেই বিষয়ে লিটন জানালেন, ‘চাপ সবসময়ই থাকে। সাধারণ খেলোয়াড় হিসেবে খেলার সময়ও দায়িত্ব নিয়ে খেলতে হয়। অধিনায়কের বেলায় দলকে দেখভাল করার দায়িত্ব আসে। এর চেয়ে বেশি কিছু না। এক সঙ্গে অনুশীলন করছি, সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে।’
এর আগে দুই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সে সব হুট করে। এবার আগে থেকেই জানেন নতুন দায়িত্ব সম্পর্কে। দেশকে নেতৃত্ব দিতে পারার স্বপ্ন সবার থাকে। লিটন এর ব্যতিক্রম নয়। এত বড় সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞ তিনি।