নেদারল্যান্ডসকে একশর নিচে থামাল পাকিস্তান
পাকিস্তানের বোলিং তোপে স্কোরবোর্ডে মাত্র ৯১ রান তুলতে পেরেছে নেদারল্যান্ডস। শাদাব খান ৩ উইকেট নিয়ে একাই ধ্বসিয়ে দিয়েছেন ডাচদের টপ অর্ডার। ৪ ওভার বল করে ২২ রান দেন তিনি।
পার্থে আজ রোববার দুপুর ১টায় টস জিতে ব্যাটিং নেয় নেদারল্যান্ডস। তবে প্রথমে ব্যাট করে সুবিধা করতে পারেনি স্কট অ্যাডওয়ার্ডের দল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তারা তুলতে পেরেছে মাত্র ৯১ রান।
দলীয় ৭ রানে ওপেনার স্টিফেন মাইবার্গকে আউট করেন শাহিন আফ্রিদি। এরপর থেকেই নিয়মিত বিরতিতে নেদারল্যান্ডসের উইকেট পড়তে থাকে। দলের পক্ষে সবোর্চ্চ কলিন অ্যাকারম্যান ২৭ বলে ২৭ রান করেন। এই ২৭ রান করতে তিনি হাঁকিয়েছেন দুটি চার। ডাচদের হয়ে আজ কেউই মারতে পারেননি ছক্কা।
নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় সবোর্চ্চ রান করেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ড ১৫(২০)। এ ছাড়া কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। পাকিস্তানের হয়ে ৩ ওভার বল করে ১৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান। ভারত এবং জিম্বাবুয়ের কাছে হেরে পয়েন্ট তালিকাতে শেষের দিকে রয়েছে বাবর আজমের দল।