নেদারল্যান্ডসকে বিশ্বকাপ উপহার দিতে চান ফন গাল
তৃতীয়বারের মতো নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন লুইস ফন গাল। দায়িত্ব পেয়ে আশাবাদের কথা শুনিয়েছেন এই অভিজ্ঞ কোচ। বিশ্বকাপ জয়ে আশাবাদী এই ডাচ কোচ ।
এক সংবাদ সম্মেলনে ফন গাল বলেন, ‘আমি এই দায়িত্ব নিয়েছি ডাচ ফুটবলকে সহযোগিতা করার জন্য। আমি সবসময়ই যা করেছি ডাচ ফুটবলকে এগিয়ে নেবার জন্য। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। এই দলের কোচ হওয়া সত্যিই ভাগ্যের।’
এই ডাচ কোচ আরও বলেন, ‘আমি যদি ডাচ ফুটবল এসোসিয়েশনে থাকতাম, এই মুহূর্তে আমি নিজেকেই প্রস্তাব দিতাম। যার এই দলটি সম্পর্কে ধারনা আছে এই স্বল্প সময়ে দলটির তাঁকেই প্রয়োজন। বিষয়টি কিছুটা নাটকীয় মনে হলেও অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাতে সময় একেবারেই কম।’
আগামী ১ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে ম্যাচের পর ৪ সেপ্টেম্বর মন্টেনেগ্রো ও ৭ সেপ্টেম্বর তুরস্কের মোকাবিলা করবে নেদারল্যান্ডস।
স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, ফিটনেসকে প্রাধান্য দিয়ে এরই মধ্যেই গ্রুপ-জি’র তিন ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ফন গাল।
২০১৬ সালে ম্যানচেস্টার ইউনাইডেট ছাড়ার পাঁচ বছর পর ফন গাল কোন জাতীয় দলের দায়িত্ব নেননি। প্রথম মেয়াদে নেদারল্যান্ডসকে ২০০২ বিশ্বকাপের মূল পর্বে উঠাতে ব্যর্থ হয়েছিলেন ফন গাল। কিন্তু দ্বিতীয় মেয়াদে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে তাঁর দল তৃতীয় হয়ে ছিল।