নেপালের ড্রয়ে ফাইনালে বাংলাদেশ
নেপালে ত্রিদেশীয় ফুটবল সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পায় বাংলাদেশ। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে দেয় লাল-সবুজের দল। গত মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি জিতে ফাইনালের পথে অনেকটাই পা বাড়িয়ে রাখে সোহেল-জামালরা। আজ বৃহস্পতিবার কিরগিজস্তানের বিপক্ষে নেপালের ড্রয়ে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের ফাইনালে খেলা।
এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে ওঠে বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নেপাল ও কিরগিজস্তানের ম্যাচ গোলশূন্য ড্র হয়।
বাংলাদেশ এক জয়ে তিন পয়েন্ট নিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে। দুই ম্যাচে এক হার ও এক ড্রয়ে কিরগিজস্তান এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে এখনো টিকে আছে।
বাংলাদেশ ও নেপাল পরের ম্যাচে মুখোমুখি হবে। সেই ম্যাচে বাংলাদেশ দুই গোলে জিততে পারলেই কিরগিজস্তানের ফাইনালে খেলার সম্ভবনা রয়েছে। আর ম্যাচটি ড্র হলে নেপাল ফাইনালে উঠে যাবে।
অবশ্য বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে জিতেছিল। ম্যাচের ৩০ মিনিটে সাদ উদ্দিনের ডান প্রান্তের নিচু ক্রসে ডিফেন্ডার কুমারবাজ উল্লু বায়ামান ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন।
ম্যাচে বাংলাদেশ দলের হয়ে তিনজনের অভিষেক হয়েছিল। বসুন্ধরা কিংস ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডান ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের স্ট্রাইকার মেহেদী হাসান। তবে নিয়মিত একাদশে সুযোগ পাননি অধিনায়ক জামাল ভূঁইয়া।
অবশ্য কিরগিজস্তান মূল জাতীয় দলকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। গত রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ ৩-১ ও ২-০ গোলে হেরেছিল।
আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ২৯ মার্চ হবে ফাইনাল।