নো-বল বিতর্ক নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়
আইপিএলে নো-বল বিতর্ক এখন চরমে। গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দিল্লির ম্যাচের শেষ ওভারে নো-বল বিতর্ক তৈরি হয়েছিল। যা নিয়ে আম্পায়াররা কড়া সমালোচনার মুখে পড়েন।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে কোমরসমান উচ্চতার নো-বল নিয়ে আলোচনা হওয়া উচিত বলে মনে করেন। তিনি আইসিসির ক্রিকেট কমিটিরও একজন সদস্য, যে প্যানেল আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নিয়ম তত্ত্বাবধান করে থাকে।
এ ব্যাপারে মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘সম্ভবত, আম্পায়াররা ভুল বুঝেছিলেন। একটি ডেলিভারি যা আপনার পরীক্ষা করা উচিত। কিন্তু... খেলার স্পিরিট, এবং জিনিসগুলোকে সামনের দিকে এগুতে দেখার জন্য, কোনো কোচ বা কোনো খেলোয়াড়ের মাঠে নামা কখনোই বিকল্প নয়।’
সাবেক লঙ্কান অধিনায়ক আরও বলেন, ‘এটা খুবই হতাশাজনক, আপনি খেলা বন্ধ করেছেন। আমরা এটি টিভিতে দেখেছি। আমি নিশ্চিত ঋষভ ও প্রভিন যা ঘটেছে এর জন্য অনুতপ্ত হবেন।’
এদিকে নো-বল বিতর্কে দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত, সহকারী কোচ প্রভিন আমরে ও বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর আচরণবিধি ভাঙার জন্য শাস্তি পেয়েছেন। পান্তকে তাঁর পুরো ম্যাচ ফি জরিমানা করা হয়। আমরেকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়, শার্দুলের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন, যিনি দিল্লির সহকারী কোচ, তিনি পান্তের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। বলেছেন আম্পায়ারের কথাই চূড়ান্ত। প্রধান কোচ রিকি পন্টিং সেদিন উপস্থিত ছিলেন না।
এদিকে আইসিসির ক্রিকেট কমিটি তাদের পরবর্তী বৈঠকে আলোচনার জন্য কোমরসমান উচ্চতার নো-বলের বিষয়টি উত্থাপন করে কি না সেটাই দেখার।