ন্যু-ক্যাম্পে হোঁচট খেল বার্সেলোনা
ঘরের মাঠে ছন্দ হারাল বার্সেলোনা। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে দুর্বল আক্রমণ নিয়ে লা লিগায় এইবারের বিপক্ষে হোঁচট খেল স্পেনের অন্যতম দল বার্সা।
গতকাল মঙ্গলবার রাতে ন্যু-ক্যাম্পে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন উসমান দেম্বেলে। আর সফরকারীদের হয়ে গোলটি করেন কিকে গার্সিয়া।
এদিন ম্যাচের ৭৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলতে পারেনি বার্সা। পুরো ম্যাচে ১৬টি অন টার্গেট শট নিয়েছিল স্বাগতিকেরা; যার মধ্যে পাঁচটিই ছিল লক্ষ্যে যাওয়ার মতো। কিন্তু সফলতা এসেছে একটিতে। অন্যদিকে ২৬ ভাগ সময় বল দখলে রেখেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে সফরকারীরা।
এদিন ম্যাচের ৫৭ মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে বার্সা। মাঝমাঠের কাছে আরাহোর ভুলে অনেকটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন গার্সিয়া।
এরপর পাল্টা আক্রমণে ৬৭ মিনিটে সমতায় ফেরে বার্সা। বাঁ-দিক থেকে ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে সমতা টানেন দেম্বেলে। এরপর আর গোল না এলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।
চলতি লিগে ১৫ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বার্সা। দুই ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ।