পন্টিংয়ের মতে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া-ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ এখনও শেষ হয়নি। সেমিফাইনাল নিশ্চিত হয়েছে কেবল নিউজিল্যান্ডের। বাকি তিন দল নিয়ে জল্পনা কল্পনা চলছে বিশেষজ্ঞদের। কিন্তু, সবার চেয়ে এক ধাপ এগিয়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
বিশ্বকাপ শুরুর আগে পন্টিং বলেছিলেন, ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া-ভারত। এখনও তিনি তাঁর সিদ্ধান্তে অনঢ়। সেমিফাইনালের অঙ্ক শেষ করে পন্টিংয়ের চোখ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সেখানেই অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।
আইসিসিতে দেওয়া কলামে পন্টিং বলেন, ‘ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতকে দেখছি। ট্রফি উঠবে অস্ট্রেলিয়ার হাতে। হতে পারে দল দুইটি এখনও সেরাটা দিয়ে উঠতে পারেনি। তবে সেমির মঞ্চে ওরা সেরা খেলাটাই খেলবে। ওদের সেই পরিকল্পনা আছে।’
পন্টিং আরও যোগ করেন, ‘সত্যি বলতে আমি জানি না মেলবোর্নে কারা ফাইনাল খেলবে। যদিও ফাইনাল বেশি দূরে নেই। অস্ট্রেলিয়া সামর্থবান। ভারতেরও আছে ফাইনাল খেলার সব রসদ। দেখা যাক।’
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ওঠে অসিদের হাতে। প্রথম আসরের পর আর শিরোপা ছোঁয়া হয়নি ভারতের। পন্টিংয়ের হিসাব মিললে শেষ আর শুরুর জমজমাট লড়াই অপেক্ষা করছে এমসিজির লাখো দর্শকের সামনে।
তবে বাস্তবতা হলো, অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা নিয়েই এখন শঙ্কায় আছে। সবার আগে সেমিফাইনালের টিকেট নিশ্চিত হলো নিউজিল্যান্ডের। এরপর ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। কিন্তু তাদের রানরেটে টেবিলের তিনে থাকা ইংল্যান্ডের চেয়ে কম। এতে করে শেষ ম্যাচে যদি ইংলিশরা জিতলে কপাল পুড়বে অসিদের। বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।
এদিকে অসিদের জয়ে বিদায় নিশ্চিত হলো শ্রীলঙ্কারও। এখন শেষ ম্যাচে ইংলিশদের হারালেও আর সেমিফাইনালে যেতে পারবে না লঙ্কানরা। সেক্ষেত্রে ইংলিশরা হারলে নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারবে সেমিফাইনালে।