পরাজিত কোহলিকে কী শেখালেন বিজয়ী শাহরুখ?
বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতিতে ভালোই উজ্জ্বীবিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮১ রানে হারিয়ে যেন সেটাই প্রমাণ করেছে কলকাতা। তবে এই ম্যাচের পর কোহলির সঙ্গে বলিউড বাদশাহ শাহরুখ খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ঝড় তুলেছে।
এদিন ম্যাচের শুরু থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড বাদশা ও কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। কালো হুডি, কালো প্যান্ট ও চোখে সানগ্লাস পরে ইডেনের ক্লাবহাউসে শাহরুখ এসে দাঁড়াতেই আনন্দে উদ্বেল হচ্ছিলেন দর্শকরা। গ্যালারিতে দাঁড়িয়ে পাঠানের গানে একটু নেচেও নেন বলিউডের বাদশা। তার সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান ও অভিনেত্রী জুহি চাওলা।
হার দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর। আর এমন জয়ে ভীষণ খুশি কলকাতার কর্ণধার শাহরুখ খান। মাঠে নেমে পড়েন খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে। এরপর কিং খান কোহলিকে পাঠান সিনেমার জনপ্রিয় গান ‘জুমে ঝো পাঠানে’ পা মেলানোর আবেদন করেন। শুরুতে কোহলি একটু ইতস্তত বোধ করলেও, শাহরুখ হাতে ধরে তাকে নাচের স্পেটগুলো শিখিয়ে দেন। আর কোহলিও শাহরুখকে অনুকরণ করছিলেন। আর দুজনের এই সময়টা বেশ উপভোগ করেছে ভক্ত-সমর্থকরা।
টুইটারে শাহরুখের এই কোরিয়োগ্রাফির ভিডিও ইতোমধ্যে ভাইরাল হতে শুরু করেছে। দুই দলের সমর্থকেরাই এই ভিডিও যথেষ্ট উপভোগ করেছেন এবং এই মুহূর্তটাকে ‘মোমেন্ট অফ দ্য ডে’ বলে আখ্যায়িত করেছেন।
এদিকে এই ম্যাচে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠায় বিরাটের দল। এদিন টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে গুবরাজ নিজের কাঁধে তুলে নেন দায়িত্ব। প্রায় তিন বছর পর হোম গ্রাউন্ডে খেলল কেকেআর। ২০০৮ সাল থেকেই ইডেনে কিংবা অ্যাওয়ে ম্যাচ, বেশিরভাগ ম্যাচেই দলকে সমর্থন জানানোর জন্য শাহরুখকে হাজির হতে দেখা গেছে। দলের জন্য গলা ফাটিয়েছেন তিনি।