পরিবারের কষ্ট পোড়াচ্ছে শান্তকে
নিজের পারফরম্যান্স নিয়ে প্রায়ই তোপের মুখে পড়েন নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে মন্থর ব্যাটিংয়ের জন্য প্রতিনিয়ত সমালোচিত হতে হয় তাঁকে। সেই শান্তই চলমান বিপিএলে রীতিমতো উড়ছেন। নিজে রান পাচ্ছেন, জেতাচ্ছেন দলকে। তবে এই পারফরম্যান্সের মাঝেই শান্ত জানালেন, সমালোচকদের তীরে কতটা আঘাত লাগে তাঁর। পরিবারের জন্য মাঝে মাঝে হতাশ হয়ে পড়েন বাঁহাতি এই ওপেনার।
বরিশালের বিপক্ষে আজ মঙ্গলবার সিলেটের জয়ের নায়ক ছিলেন শান্ত। বিপদে পড়া দলকে উদ্ধার করে এনে দেন জয়। পুরো ২০ ওভার ব্যাটিং করে উপহার দেন ৮৯ রানের অপরাজিত ইনিংস। এ ছাড়া চলতি বিপিএলে ৭ ম্যাচে ২৮১ রান করে সর্বোচ্চ রানের তালিকায় আছেন তিন নম্বরে। এত ভালো সময়ে এসেও শান্তকে নাড়া দেয় সমালোচনার বেদনা।
সিলেটের জয়ের পর শান্ত বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়গুলো আমার জন্য যতটা কঠিন, আমার পরিবারের জন্য তার চেয়ে বেশি কঠিন। আমি যেভাবে বুঝি আমার পরিবারের সদস্যরা কিন্তু সেভাবে বোঝে না। তারা হার্ট হয়, তারাও কষ্ট পায়, খারাপ লাগে। তারাও বাইরে যায়। এই জিনিসটার জন্য আমি মাঝে মাঝে হতাশ হয়েছি। আমারও খারাপ লেগেছে।’
‘আমি যেটা বললাম এটা আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকে না জেনে, অনেকে না বুঝে হয়তো কথা বলে ফেলে। দলের পরিকল্পনা, আমার পরিকল্পনা কিংবা আমি কতটুকু হার্ড ওয়ার্ক করি সেটা হয়তো অনেকে জানে না। জানার প্রয়োজনও নেই। এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলব, কথা বলাই হবে। এটা যার যার চিন্তা ভাবনা। সে যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে তাহলে আমার মনে হয় ভালো।’
শান্ত জানিয়েছেন গঠনমূলক সমালোচনায় আপত্তি নেই তাঁর, ‘আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে। তবে আমি মনে করি, আরেকটু ডিসেন্ট ওয়েতে হতে পারত। যেটা আমার পরিবারের জন্য ভালো হয়।’