পরিবারের সামনে খেলতে পেরে খুশি মার্টিনেজ
আর্জেন্টিনার জাতীয় দলে খুব গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন লাউতারো মার্টিনেজ। প্রতি ম্যাচেই দলে ভূমিকা রাখতে দেখা যাচ্ছে তাঁকে। নিজের শেষ ৮ ম্যাচে ৬ গোল করেছেন তিনি। আজ পেরুর বিপক্ষে জয়ের নায়কও তিনি। তবে আজকের ম্যাচটি একটু বিশেষ মার্টিনেজের কাছে। কারণ আজকের ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখেছিল মার্টিনেজের পরিবারের সদস্যরা। পরিবারের সামনে খেলা দেখতে পেরে খুশি মার্টিনেজ নিজেও।
পেরুর বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার মাঠ মনুমেন্তালে। ফলে স্বাভাবিকভাবে নিজেদের দর্শকদের সাপোর্ট পেয়েছেন মেসিরা। ম্যাচটি দেখতে হাজির হয়েছেন লাওতারো মার্টিনেজের পরিবারের সদস্যরাও।
আর ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটিই করেছেন মার্টিনেজ। বিরতির আগে ডান দিকে গড়া আক্রমণে সতীর্থের বাড়ানো বল ধরে একটু এগিয়ে ক্রস বাড়ান নাউয়েল মোলিনা। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে জোরালো হেডে ঠিকানা খুঁজে নেন মার্টিনেজ। তাঁর গোলে পেরুকে ১-০ ব্যবধানে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, 'প্রত্যেকবার এই জার্সি গায়ে আমরা যখন মাঠে নামি, আমরা আমাদের সবটুকু দেওয়ার চেষ্টা করি কারণ এই জার্সির সম্মান আর দায়িত্ব প্রাপ্য। অনেক দিন পর আমার পরিবার আমাকে সামনা সামনি খেলতে দেখতে পেরেছে আজ। আজ তাঁরা মাঠে এসেছে। আমি আশা করব তাঁরা আজ বেশ খুশি হয়েছে, আর্জেন্টিনার অন্যান্য দর্শকদের মতো।'
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার ২ নম্বরে আছে আর্জেন্টিনা। ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলা ইকুয়েডর ১৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তাদের সমান ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে কলম্বিয়া। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকা পেরুর বিশ্বকাপে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে।