পরের ম্যাচেও জয় চায় বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। সাত উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে লাল-সবুজের দল। যেটা কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সাফল্য। এই ধারা পরের ম্যাচগুলোতেও চান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে তেমনটাই বার্তা দিয়েছেন তিনি।
ম্যাচ জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, ‘জিততে পারায় খুবই ভালো লাগছে। নিউজিল্যান্ডের বিপক্ষে কিছু ম্যাচ আমরা হেরেছি। আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। সেটা করে দেখিয়েছি। অবশেষে জয় পেলাম। ভালো লাগছে। আমরা আবারও এমনভাবে কামব্যাক করতে চাই। এই ম্যাচের মতো এমনটাই করতে চাই।’
কিউইদের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছেন বোলাররা। দারুণ বোলিংয়ে মাত্র ৬০ রানে অতিথিদের থামিয়ে দিয়েছে। ম্যাচ শেষে বোলারদের প্রসংশা করলেন বাংলাদেশ অধিনায়ক, ‘বোলারদের ভেতর ক্ষুধা ছিল। তারা সক্ষমতা দেখিয়েছে। তাদের খুব বেশি চেষ্টা করতে হয়নি। সেটাই ছিল গুরুত্বপূর্ণ।’
এর আগে বোলারদের ভূমিকার কথা বলেছেন সাকিব আল হাসানও। তিনি বলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজের থেকেও কঠিন ছিল প্রথম ম্যাচটা। কিন্তু তারপরও আমরা বেশ ভালো বল করতে পেরেছি। আমাদের বোলিং ভালো হয়েছে। আর নিউজিল্যান্ডের খুব একটা অভিজ্ঞতা ছিল না এই পিচে খেলার, তাই তারা একটু স্ট্রাগল করেছে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, যত বেশি সিঙ্গেল নেওয়া যায়, যত বেশি রানিং বিটুইন দ্য উইকেট নেওয়ার দিকে ফোকাস করা যায়, ততোই ভালো। কারণ বাউন্ডারি মারাটা খুবই কঠিন। তাই পজিটিভ মাইন্ডে থাকলে যেটা হয় সিঙ্গেলস এবং ডাবলস নিলে ব্যাটসম্যানদের চাপ অনেক কমে যায়। তারপর সেট হয়ে একটা দুইটা বাজে বল যদি কাজে লাগানো যায় তাহলে রান করা হয়তো সম্ভব এখানে। এই কন্ডিশনে খুবই কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ব্যাটসম্যানরা।’