পরের ম্যাচে সাফল্যের আশা মাহমুদউল্লাহর
আগে ব্যাট করার সুবিধা খুব একটা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১২৭ রানের পুঁজি পায় লাল-সবুজের দল। এই অল্প পুঁজি নিয়েও পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা জাগিয়ে তোলে স্বাগতিকরা। শেষ পর্যন্ত পারেনি। তীরে এসে তরি ডুবে বাংলাদেশের।
আজ শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। কাল দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামবে দুই দল। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চায় স্বাগতিকরা। প্রথম ম্যাচের ব্যর্থতার পর এমনটাই জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘যখন আমরা টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলাম তখন, উইকেট দেখেই মনে হয়েছিল ব্যাটিংয়ের জন্য খুব ভালো হবে। কিন্তু পরে দেখলাম বোলারদেরও বেশ সাহায্য করল। আশা করি, আরও ভালো পরিকল্পনা নিয়ে আগামীকাল মাঠে নামতে পারব।’
অল্প পুঁজি নিয়েও ম্যাচটিতে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন বোলাররা। ম্যাচ শেষে তাই বোলারদের কৃতিত্ব দিতে ভুল করলেন না অধিনায়ক।
তাসকিন-মুস্তাফিজদের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, ‘১৪০ এর মতো রান হলে লড়াই করার জন্য খুব ভালো হতো। কিন্তু ১২৭ রান নিয়ে লড়াই করতে নেমে আমরা শুরুতে কয়েক উইকেট তুলে নিতে চেয়েছিলাম। সেটা আমাদের বোলাররা পেরেছে। তাসকিন, মুস্তাফিজ, মেহেদী ভালো করছে। ওরা ম্যাচ জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিল। কিন্তু শেষ দিকে ওদের দুই ব্যাটসম্যানকে কৃতিত্ব দিতে হয়। ওরা ম্যাচ পাল্টে দিয়েছে।’
প্রথম ম্যাচে জয়ের সুবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আজ শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৭ রান গড়ে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আফিফ হোসেন। জবাব দিতে নেমে চার বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।