পরের ৯ ম্যাচে জেতার সামর্থ্য আছে দিল্লির : সৌরভ
আইপিএলের চলতি আসরে একমাত্র দল দিল্লি ক্যাপিটালস, যারা এখনও জয়ের মুখ দেখেনি। ৫ ম্যাচ খেলে হেরেছে সবকটিতে। অথচ দিল্লির অধিনায়ক হিসেবে আছেন আইপিএলের শিরোপাজয়ী তারকা ডেভিড ওয়ার্নার।
এ ছাড়াও রাইলি রুশো, পৃথ্বী শ, মনীষ পান্ডে, রভম্যান পাওয়েলদের নিয়ে ব্যাটিং লাইনআপ যেমন ভারসাম্যপূর্ণ; তেমনি বোলিংয়ে এনরিখ নরকিয়া, এনগিডি লুঙ্গি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমানদের নিয়ে বেশ ব্যালেন্সড দল বলা চলে দিল্লিকে।
মাঠের চেয়েও মাঠের বাইরের নামগুলো আরও ভারী। ডাগআউটে আছে সৌরভ গাঙ্গুলি ও রিকি পন্টিংয়ের মতো বিশাল দুই নাম। তবু নাবিকবিহীন তরীর মতো বেহাল দশা দিল্লির। এতটাই যে, আর দুই ম্যাচে হারলেই প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হবে ভারতের রাজধানীর দলটি। এমন সময়ে দলকে উজ্জীবিত করলেন সৌরভ।
দিল্লির ড্রেসিংরুমে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে কথা বলেন পন্টিং ও সৌরভ। এ সময় সৌরভ বলেন, ‘আমরা আগে কি করেছি ভুলে যেতে হবে। অধিনায়ককে সমর্থন দিতে হবে। সবাইকে একসঙ্গে থাকতে হবে। পরের ম্যাচেই আমরা ফিরে আসব।’
পরের ম্যাচে যদি ফিরেও আসে দিল্লি, তাদের জন্য পরের পর্বে যাওয়া একপ্রকার অসম্ভব। সেই প্রসঙ্গ তুলে এনে সৌরভ বলেন, ‘আমরা পরের পর্বে যাব কি যাব না, সেটি মূখ্য নয়। আমাদের খেলতে হবে নিজেদের জন্য, দলের জন্য। পরের ৯ ম্যাচেই জেতার সামর্থ্য আছে আমাদের।’
সামর্থ্য আর শক্তির সম্মিলনে কতটা উজ্জীবিত হতে পারে দিল্লি, তা দেখা যাবে পরের ম্যাচেই। দিল্লির পরবর্তী ম্যাচ ২০ এপ্রিল, কলকাতার বিপক্ষে।