পাঁচ তারকার তিনটিই পেলের হৃদয়
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে ব্রাজিল জিতেছে পাঁচ শিরোপা। এর মধ্যে কিংবদন্তি পেলে ব্রাজিলের হয়ে জিতেছিলেন তিন বিশ্বকাপ। বর্তমানে কোলন ক্যানসারে আক্রান্ত ৮২ বছর বয়সী এই তারকা হাসপাতালে রয়েছেন। তাঁর সুস্থতা কামনা করে দক্ষিণ আমেরিকার ফুটবল সংগঠন কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিনগুয়েজ নিয়েছিলেন ব্যতিক্রমী উদ্যোগ।
ব্রাজিলের জার্সির পাঁচ তারার তিনটিতেই পরিবর্তন আনার প্রস্তাব জানিয়েছেন তিনি। সেখানে তারার বদলে রাখা হবে হার্টের প্রতীকী। যার মাধ্যমে পেলের জেতা তিন বিশ্বকাপকে বুঝানো হবে। আর সেটি উৎসর্গ করা হবে এই কিংবদন্তির সুস্থতা কামনা করে। পেলে এখন ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে রয়েছেন।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ছবিসহ এমনই এক খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, পেলের সুস্থতা কামনা এবং তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেই জার্সিতে এই পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। কাতারের দোহায় এক অনুষ্ঠানে কনমেবল সভাপতি আলেজান্দ্রো বলেছেন, ‘আমরা পেলে এবং তাঁর পরিবারের কাছে আমাদের সমর্থন পাঠাতে চাই। আমরা সমস্ত শক্তি দিয়ে তাঁর সুস্থতা কামনা করছি। আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
আলেজান্দ্রো আরও বলেছেন, ‘পেলে ছিলেন এমন একজন প্রতিভা, যাঁর কল্যাণে প্রথম ১০ নম্বর জার্সির জনপ্রিয়তা তৈরি হয়েছিল। সেখান থেকে আজও ফুটবলে ১০ নম্বর জার্সিকে বিশেষ কিছু বিবেচনা করা হয়। তাই তিনি সবসময় মানুষের হৃদয়ে থাকবেন।’
কাতার বিশ্বকাপ সম্পর্কে কনমেবল সভাপতি আলেজান্দ্রো বলেছেন, ‘এই বিশ্বকাপে পেলে না থেকেও উপস্থিত রয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানাতে ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে প্রস্তাব দিয়েছি, তারা যেন ফুটবলের এই রাজার প্রতি শ্রদ্ধা হিসাবে পাঁচটি তারার মধ্যে তিনটিতে পরিবর্তন করে। কারণ তিনিই একমাত্র তারকা যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন।’
ব্রাজিলের খেলোয়াড় হিসেবে পেলে ১৯৫৮ সালে সুইডেনে, ১৯৬২ সালে চিলিতে এবং ১৯৭০ সালে মেক্সিকোতে ফুটবলের সর্বোচ্চ শিরোপা বিশ্বকাপ জিতেছিলেন।
গত ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরে টাইব্রেকারের প্রথম শটটি মিস করেছিলেন ব্রাজিল স্ট্রাইকার রদ্রিগো। এছাড়াও শট মিস করেছিলেন ডিফেন্ডার মার্কুইনহোস। তাতে ৪-২ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।