পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের নিয়ে বিসিবির মধ্যাহ্নভোজ
একদিন বাদেই জিম্বাবুয়ে সফরে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের আগে ঘরের মাঠে কোনো অনুশীলনের সুযোগ নেই। ক্রিকেটারদের নিয়ে আলাপ-আলোচনারও সুযোগ নেই। তবে যাওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি।
যেখানে মূলত এক সঙ্গে খাওয়া-দাওয়াই ছিল মূল উদ্দেশ্য। মুঠোফোনে এক ক্রিকেটার এনটিভি অনলাইনকে বলেন, ‘বিশেষ কোনো কারণে নয় এমনেই সবাইকে নিয়ে এটা আয়োজন করা হয়েছে। সফরের আগে সবাই একত্র হলাম এটাই উদ্দেশ্য। সবার সঙ্গে দুপুরের খাবার খেয়ে এখন হোটেলে ফিরছি।’
এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। বিসিবির সূচি অনুযায়ী বাংলাদেশ টি-টোয়েন্টি দল ২৭ জুলাই রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে। টি-টোয়েন্টি দল দেশ ছাড়ার তিন দিন পর ৩০ জুলাই রাতে ঢাকা ছাড়বে ওয়ানডে দল।
সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট। হারারেতে হবে ম্যাচগুলো।
এরপর ওডিআই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।
কদিন আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে। পরে তিনটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের দল। এবার বাংলাদেশের মিশন জিম্বাবুয়ে।