পাঁচ বোলার খেলানোর পরিকল্পনায় সফল তামিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের দারুণ পরিকল্পনার ফসল এই জয়। অতিরিক্ত ব্যাটারের চেয়ে পাঁচজন বোলার নিয়ে খেলার পক্ষে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তাই সাফল্য এসেছে বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ খেলছেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার না থাকায় বাংলাদেশ দলের জন্য আলোচনার মূল বিষয় ছিল অতিরিক্ত ব্যাটার মাঠে নামবে কি না। অবশেষে তামিম পাঁচজন বোলার খেলাতে রাজি করাতে পেরেছেন টিম ম্যানেজমেন্টকে।
দারুণ সাফল্যে পর তামিম বলেন, ‘আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যান না একজন অতিরিক্ত বোলার খেলব, তা নিয়ে অনেক বিতর্ক ছিল। আমরা যদি একজন বাড়তি ব্যাটসম্যান খেলতাম এটা নিরাপদ হতো। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে সুযোগ নিতে হবে। ওডিআই ফরম্যাটে পাঁচজন বোলার থাকলে, আর ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে সাফল্য আসবেই।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যদি সহজ বিকল্প বেছে নেন, এমন সময় আসে যখন এটি সফল হয় না। তাই আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। এই ম্যাচে ভিন্ন কিছু হতে পারত, যদি আমরা হেরে যেতাম, তখন আপনি বলতে পারতেন কেন আমরা একজন কম ব্যাটসম্যান নিয়ে খেলেছি। কিন্তু সবকিছু ঠিকভাবে হয়েছে।’
নাজমুল হোসেন শান্ত ভালো ব্যাট করেছেন। কিন্তু তাঁর আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল বলে মনে করেন তামিম। ৩৭ রানে আউট হয়ে গেছেন তিনি, তখন বাংলাদেশের জয়ের জন্য ৫০ রানের বেশি প্রয়োজন ছিল।
এ সম্পর্কে তামিম বলেন, ‘শান্তর আজ খেলা শেষ করার দারুণ একটি সুযোগ ছিল। আমি মনে করি তাঁর হতাশ হওয়া উচিত, কারণ এই ধরণের সুযোগ সহজে আসবে না। যখন সাকিব, মুশফিক এবং ইয়াসির ফিরে আসবে, তারা জায়গা নিয়ে নেবে। তাই যখনই এই সুযোগ আসে, দুই হাতে ধরতে হয়।’