পাকিস্তানের কাছেও বড় হার বাংলাদেশের
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে পাকিস্তান জিতেছে ৬-২ গোলে।
আজ রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল মোটেও লড়াই করতে পারেনি। এ নিয়ে টানা চার ম্যাচ হেরেছে স্বাগতিক দলটি।
অবশ্য ম্যাচে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। ১৩ মিনিটে আরশাদ হোসেন গোলটি করেন। এক গোল খেয়েই পাকিস্তান যেন তেতে উঠে। নাদিম আহমেদের গোলে স্কোর দাঁড়ায় ১-১।
দ্বিতীয় কোয়ার্টারে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ, হজম করে তিন গোল। এজাজ আহমেদ, আফরাজ আহমেদ ও নাদিমের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় পাকিস্তান।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে মোহাম্মদ রাজ্জাক পেনাল্টি কর্নারে গোল করে ব্যবধান আরও বাড় করেন। ৩৫ মিনিটে আরশাদের হিট ঠিকানা খুঁজে পেলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। কিন্তু এই কোয়ার্টারে এজাজের গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় পাকিস্তান।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে অবশ্য কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে টার্ফ ছাড়তে হয় আশরাফুল-জিমিদের। পাশাপাশি টুর্নামেন্টও স্থান হয় তলানিতে।
এর আগে ভারতের কাছে ৯-০ গোলে, দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ এবং জাপানের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।