পাকিস্তানের বিপক্ষে ফলোঅনে জিম্বাবুয়ে
পাকিস্তানি পেসার হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়েছে জিম্বাবুয়ে। প্রথম টেস্টেও ইনিংস ব্যবধানে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টেও তাই হচ্ছে বলাই যায়।
পাকিস্তানের গড়া ৫১০ রানের জবাবে জিম্বাবুয়ে তৃতীয় দিনে অলআউট হয়ে যায় ১৩২ রানে। চাকাবভা ৩৩, তিরিপানো ২৩, লিউক ১৯ ও রিচার্ড অপরাজিত ১৫ রান করেন। হাসান আলী ২৭ রানে পাঁচ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর সেরা বোলিং। সাজিদ খান নেন দুই উইকেট। শাহিন আফ্রিদি ও তাবিশ খান একটি করে উইকেট নেন।
চলমান সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান। প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৪টি ও ৫টি উইকেট নেন তিনি। জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩টি ইনিংসের বল করে তিনি ১৪টি উইকেট নেন। শেষ তিনটি টেস্টে হাসান এই নিয়ে ২৪ উইকেট নিয়েছেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছিলেন হাসান।
৩৭৮ রানে এগিয়ে থেকে জিম্বাবুয়েকে আবার ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।