পাকিস্তানের রানের জবাবে দুর্দান্ত শুরু নিউজিল্যান্ডের
পাকিস্তানের দেওয়া ৪৩৮ রানের জবাবে দুর্দান্ত শুরু পেয়েছে নিউজিল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে ১৬৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে দলটি। ১২৬ বলে ৭৮ রান করে টম ল্যাথাম ও ১৫৬ বলে ৮২ রান করে ডেভন কনওয়ে অপরাজিত রয়েছেন। নিউজিল্যান্ড এখন পর্যন্ত ২৭৩ রানে পিছিয়ে রয়েছে।
আজ মঙ্গলবার করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ হলো। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৩৮ রান তুলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১৬১ রান করেন বাবর আজম।
এ ছাড়া ১০৩ রান করেছেন আগা সালমান। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পান টিম সাউদি। দুটি করে উইকেটে নেন এজাজ প্যাটেল, মাইকেল ব্রেসওয়েল এবং ইশ সোধি। একটি পেয়েছেন নিল ওয়াগনার।
বাবর আজমদের ৪৩৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৮২ বল থেকে ১৬৫ রানের উদ্বোধনী জুটি গড়ে অপরাজিত রয়েছেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। পাকিস্তানের ৫ জন বোলার মিলে ৪৭ ওভার বল করেও কিউদের ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থ হন। তাতে কোনো উইকেট না হারিয়ে ভালোভাবে দিন শেষ করে নিউজিল্যান্ড।