পাকিস্তান সিরিজে অনিশ্চিত তামিম
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তামিম ইকবালের। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। আর কদিন বাদে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন তামিম। নেটে অনুশীলন করার সময় হাতের বুড়ো আঙুলে ফের অস্বস্তি অনুভব করেন তিনি। পরে এক্স-রে করা হলে খারাপ খবর আসে। তাঁর বুড়ো আঙুলে ফের চিড় ধরা পড়ে, তাই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তাঁর খেলা অনিশ্চিত।
বিসিবির এক সূত্র তামিমের আঙুলে চিড় ধরার বিষয়টি নিশ্চিত করেছে। তাই আসন্ন টেস্ট সিরিজে তাঁর খেলা অনিশ্চিত।
গত অক্টোবরে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তামিম। বাঁ হাতের বুড়ো আঙুলে চোটপান তিনি। সেই সময় দেশে ফিরে স্ক্যান করার পর তাঁর আঙুলে চিড় ধরা পড়ে।
প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর নেটে ব্যাটিং শুরু করেছিলেন তামিম। কয়েক দিন যেতে না যেতেই দুঃসংবাদ আসে।
উল্লেখ্য পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।