পাঞ্জাবকে উড়িয়ে প্রথম জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ
নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখে হতাশায় ভুগছিল সানরাইজার্স হায়দরাবাদ। অবশেষে তৃতীয় ম্যাচে ধরা দিল উৎসবের উপলক্ষ্য। পাঞ্জাব কিংসকে উড়িয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে অরেঞ্জ আর্মিরা।
আইপিএলে রোববার(৯ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। দুদলেরই এটি ছিল তৃতীয় ম্যাচ। হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পায় হায়দরাবাদ।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে পাঞ্জাব পায় ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানের সংগ্রহ। জবাব দিতে নেমে ১৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে হায়দরাবাদ।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচের প্রথম বলেই পাঞ্জাব ওপেনার প্রবসিমরান সিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ভুবনেশ্বর কুমার। স্কোরবোর্ডে ২২ রান উঠতেই নেই ৩ ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতেই পড়েছে পাঞ্জাবের উইকেট। ৮৮ রানে নবম উইকেটের পতন ঘটার পর মনে হয়েছিল ১০০ রানের আগেই অলআউট হয়ে যাবে দলটি।
শেষ পর্যন্ত শতরান পেরিয়ে ৯ উইকেটে ১৪৩ পর্যন্ত গিয়েছে পাঞ্জাব। যার পুরো কৃতিত্ব অধিনায়ক শেখর ধাওয়ানের। একপ্রান্তে সতীর্থদের সাজঘরে আসা যাওয়ার মিছিল দেখে অন্যপ্রান্তে তিনি দাঁড়িয়ে যান একাই। খেলেন ৬৬ বলে ৯৯ রানের অপরাজিত ইনিংস। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ রয়ে যায় তার। ধাওয়ানের ৯৯ রানের পর পাঞ্জাবের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে স্যাম কারানের ব্যাট থেকে। এই দুজন ছাড়া দুই অঙ্কের রান ছুঁতে পারেনি পাঞ্জাবের আর কোনো ব্যাটার।
হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মায়াঙ্ক মারকান্দে। দুটি করে উইকেট পান উমরান মালিক ও মার্কো জ্যানসেন।
জবাব দিতে নেমে হায়দরাবাদের শুরুটাও আহামরি হয়নি। দলীয় ২৭ রানের সময় অর্শ্বদিপ সিংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হ্যারি ব্রুক (১৩)। ৪৫ রানের সময় রাহুল চাহারের শিকার হয়ে বিদায় নেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (২১)।
এরপর দেখেশুনে খেলতে থাকেন ক্রিজে থাকা দুই ব্যাটার রাহুল ত্রিপাঠি ও মার্করাম। অর্ধশতক তুলে নেন ত্রিপাঠি। ৩৫ বলে অর্ধশতক তুলে নেওয়া ত্রিপাঠি এরপর রানের গতি বাড়িয়ে দলকে নিয়ে যান জয়ের দিকে। ৪৮ বলে ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন ত্রিপাঠি। তাকে যোগ্য সঙ্গ দেন ২১ বলে ৩৭ রানে অপরাজিত থাকা মার্করাম। দুজনের অবিচ্ছিন্ন ১০০ রানের জুটিতে ঘরের মাঠে আসরে প্রথম জয়ের দেখা পায় হায়দরাবাদ।