পাঞ্জাবের বিপক্ষে সহজ জয় পেল গুজরাট
আইপিএলে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংসের। পাঞ্জাবের ঘরের মাঠ মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়েছে গুজরাট। সহজ জয়ে পয়েন্ট টেবিলে উপরে উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার দল।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাঞ্জাব তোলে ১৫৩ রান। জবাব দিতে নেমে ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে গুজরাট।
টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ইনিংসের দ্বিতীয় বলেই পাঞ্জাব ওপেনার প্রবসিমরান সিংকে সাজঘরে ফেরান মোহাম্মদ শামি। শূন্য রানে প্রথম উইকেট হারানো পাঞ্জাবের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ২৮ রানে। এরপর হাল ধরার চেষ্টা করেন ম্যাথু শর্ট (৩৬) ও ভানুকা রাজাপাকসে (২০)। দুজনই আউট হলে জিতেশ শর্মা (২৫), স্যাম কারান (২২) ছোট ছোট ইনিংসে চেষ্টা করেন ম্যাচের হাল ধরতে। কিন্তু মোহিত শর্মা, রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি পাঞ্জাব। ১৫৩ রানের মামুলি সংগ্রহ নিয়ে শেষ করে নিজেদের ইনিংস।
গুজরাটের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন মোহিত। ২৬ রানে ২ উইকেট পান রশিদ।
লক্ষ্য খুব বেশি বড় নয়। সেটি আরও সহজ বানিয়ে দেন ঋদ্ধিমান সাহা ও শুভমান গিলের ওপেনিং জুটি। ৪.৪ ওভারে ৪৮ রানের জুটি গড়েন দুজন। ১৯ বলে ৩০ রান করে কাগিসো রাবাদার শিকারে পরিণত হন ঋদ্ধিমান। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি অধিনায়ক হার্দিক পান্ডিয়াও (৮)। তবে তাতে সমস্যা হয়নি গুজরাটের। একপ্রান্ত আগলে রেখে ৪৯ বলে ৬৭ রান করেন শুভমান গিল। দলীয় ১৪৮ রানে স্যাম কারানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন গিল। ততক্ষণে পরিস্কার হয়ে গেছে গুজরাটের জয়ের রাস্তা।
পাঞ্জাবের পক্ষে ১ টি করে উইকেট পান অর্শদ্বীপ সিং ও কাগিসো রাবাদা।
এই জয়ে ৪ ম্যাচ শেষে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে গুজরাট। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে অবস্থান করছে পাঞ্জাব।