পাঞ্জাবের বিপক্ষে হায়দরাবাদের দারুণ জয়
প্রথমে ব্যাট করে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দরাবাদের সামনে মাত্র ১৫২ রানের লক্ষ্য দেয় তারা। এই লক্ষ্য তাড়ায় জিততে খুব একটা বেগ পেতে হয়নি হায়দরাবাদকে। সাত উইকেটের দারুণ জয় ঘরে তোলে তারা।
মুম্বাইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচে চোটের কারণে নিয়মিত অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে ছাড়াই মাঠে নামে পাঞ্জাব। ম্যাচে অধিনায়কের দায়িত্বে ছিলেন শিখর ধাওয়ান। নিয়মিত অধিনায়ক ছাড়া পাঞ্জাবের ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩৩ বলে ৬০ রান করেন লিয়াম। অন্য ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ায়।
ধাওয়ান ৮, প্রভসুখন সিং ১৪, জনি বেয়ারস্টো ১২, জীতেশ শর্মা ২৬ ও শাহরুখ খান ১১ রান করে সাজঘরে ফেরেন।
উমরান মালিক ২৮ রানে নেন চার উইকেট। ভুবনেশ্বর কুমার তিন উইকেট পান ২২ রান খরচায়।
ছোট লক্ষ্যে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি হায়দরাবাদকে। অধিনায়ক কেন উইলিয়ামসন ৩ রানে আউট হলেও আরেক ওপেনার অভিষেক শর্মা করেন ৩১ রান। আর রাহুল ত্রিপাঠী ৩৪, মার্করাম ৪১, নিকোলাস পুরান ৩৫ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। পাঞ্জাবের পক্ষে দুটি উইকেট পান রাহুল চাহর। আর এক উইকেট পান কাগিসো রাবাদা।