পান্ডিয়াকে ১২ লাখ রুপি জরিমানা
আইপিএলে গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। নিজ দল ম্যাচ জিতলেও জরিমানার মুখে পড়তে হয়েছে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। ‘স্লো ওভার রেটের’ কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের ‘কোড অব কন্টাক্ট’- এর মিনিমাম ওভার রেট অফেন্সের আওতায় জরিমানার মুখে পড়তে হয়েছে পান্ডিয়াকে। চলতি মৌসুমে এর আগে আইপিএলের কোনো বিধি ভাঙেনি দলটি, এটিই প্রথমবার।
আইপিএলের নিয়ম অনুযায়ী একটি ম্যাচ শেষ করতে হবে তিন ঘন্টা বিশ মিনিটের মধ্যে। গতকাল পান্ডিয়ার দল নিজেদের সময়ের দিকে ঠিকঠাক খেয়াল রাখতে না পারায় ম্যাচ শেষ হয় দেরিতে। তাই আইনের বিধি অনুযায়ী জরিমানার মুখে পড়তে হয় পান্ডিয়াকে।
তবে, জরিমানার দুঃখ ছাপিয়ে জয়ের আনন্দই মূখ্য হওয়ার কথা পান্ডিয়ার কাছে। তার নেতৃত্বেই গত আসরে প্রথমবার আইপিএল খেলতে এসেই শিরোপা উচিয়ে ধরে গুজরাট।
কালকের জয়ে ৪ ম্যাচ শেষে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে পান্ডিয়ার গুজরাট। গুজরাটের পরবর্তী ম্যাচ ১৬ এপ্রিল, রাজস্থান রয়্যালসের বিপক্ষে।