পাপনের কথায় ভিন্ন সুর, দায় দিলেন সংবাদমধ্যামকে
কদিন আগেই এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন সাকিব-তামিমের মধ্যকার শীতল সম্পর্কের কথা। তবে ৭২ ঘণ্টার মধ্যেই সুর পাল্টালেন বিসিবিপ্রধান। বললেন সাকিব-তামিমের দ্বন্দ্বের বিষয়টি নিজে সরাসরি দেখেননি, শুনেছেন মিডিয়ার মাধ্যমে।
গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ দলের টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ে বসেন পাপন। এরপর মুখোমুখি হন গনমাধ্যমের, কথা বলেন সাকিব-তামিমের সম্পর্কের ইস্যু নিয়ে।
সাকিব-তামিম প্রসঙ্গে পাপন জানান, ‘সাকিব-তামিমের সমস্যার কথা মিডিয়ার থেকে শোনা, আমি নিজে দেখিনি। সহজ ইস্যুটা হচ্ছে আজ থেকে ৩ বছর আগেও আমি ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। তাই আপনি ১৫ বছর থেকে ১২ বছর কাট করে দেন। লাস্ট তিন বছর আমি দলের সঙ্গে নেই, আগে হোটেলেও থাকতাম। কাজেই এই ধরনের কথা আমার বাইরে থেকে শোনা।’
সংবাদমাধ্যম থেকে এসব শুনেছেন দাবি করে পাপন বলেন, ‘সবচেয়ে বেশি এই কথাটা আমি শুনি মিডিয়া থেকে, মিডিয়ার লোকেরাই আমায় বেশি বলে। আমি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় যখন দলের সঙ্গে ছিলাম, তখন আমি সবকিছু ভালো দেখেছি। ওদের কোনো সমস্যা আমি দেখিনি। এর আগে কথা শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি। আমি যা বলেছি, তামিমও তা বলেছে ‘
এর আগে গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে পাপন বলেছিলেন ‘আমি আপনাকে বলতে পারি, এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক) এমন নয় যে আমি সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি তাদের যে সমস্যাগুলো আছে, তা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা আমার পর্যবেক্ষণ।’
বিসিবিপ্রধান আরও যোগ করেন, ‘তাদের (সাকিব ও তামিম) উভয়কে একটা বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি জানি না তোমাদের মধ্যে কী চলছে, তবে তোমরা যে ম্যাচ বা সিরিজ খেলছো সেখানে যেন এই সমস্যাগুলো সামনে না আসে। তারা দুজনেই এমন শর্ত মেনে চলার আশ্বাস দিয়েছেন।’