পাপনের পর এসিসির নতুন সভাপতি জয় শাহ
গত দুই বছর ধরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর মেয়াদ পূরণ হওয়ার পর নতুন সভাপতি পেয়েছে এশিয়ান ক্রীড়া সংস্থাটি। পাপনের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ।
আগামী দুই বছরের জন্য এসিসির সভাপতির দায়িত্ব পালন করবেন জয় শাহ। নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, মনোনীত হওয়ার পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি। আমাকে মর্যাদাপূর্ণ এই পদের জন্য যোগ্য ও মনোনীত করায় বোর্ডের সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
এসিসির সবচেয়ে কম বয়সী সভাপতি হলেন জয় শাহ। মাত্র ৩২ বছর বয়সী তিনি এশিয়ান ক্রিকেট নিয়ন্ত্রকের সভাপতির চেয়ারে বসতে যাচ্ছেন।