পাপনের বাসায় বৈঠকে সাকিব
গুলশানের আইভী রহমান ভবনের সামনে সকাল থেকেই সাকিব আল হাসানের অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। সকাল গড়িয়ে দুপুরও শেষ হয়। অবশেষে বিকেল তিনটার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় হাজির হন দেশসেরা অলরাউন্ডার। এশিয়া কাপের দল ও নেতৃত্ব নিয়ে গুলশানে পাপনের বাসায় বৈঠকে বসেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
আজ শনিবার দুপুরের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দল ঘোষণা হওয়ার কথা ছিল। তবে সাকিব-পাপনের বৈঠকের কারণে গুলশানে যাচ্ছেন নির্বাচকরাও। আলোচনা শেষে সেখান থেকেই অধিনায়ক ও এশিয়া কাপের দল ঘোষণার কথা।
এশিয়া কাপের দল ঘোষণার আনুষ্ঠানিক ডেডলাইন ছিল গত ৮ আগস্ট। সেটি বিসিবি প্রাথমিকভাবে তিনদিন বাড়িয়েছিল। সেই ডেড লাইনও শেষ। কিন্তু সাকিবের বিতর্কিত চুক্তিটিত কারণে বিসিবি দল ঘোষণা দিতে পারেনি। তাই অপেক্ষা বেড়েই চলেছে। তবে আজ সাকিব-পাপনের এই বেঠকের পরই ঘোষণা করা হবে এশিয়া কাপের দল।
এবার দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব দেওয়া নিয়ে ভাবছে বিসিবি। এ ব্যাপারে গত বৃহস্পতিবার সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অধিনায়ক দলের সাথে প্রকাশ করে দিব। আমরা দীর্ঘমেয়াদী দায়িত্ব দিতে চাচ্ছি, খণ্ডকালীন না। শুধু সাকিব না, যে কেউই হোক, স্কোয়াডেই নেই এমন কাউকে অধিনায়ক দিলে লাভ কি? দল ঠিক করার জন্য আমরা একটু সময় নিচ্ছি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে দল জানিয়ে দেওয়া হবে।'