পারলেন না ধোনি, চেন্নাইয়ের হতাশা
আগের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৬ বলে ১৭ রান নিয়ে দলকে অবিশ্বাস্য জয় উপহার দেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল সোমবারও প্রায় এমনই কঠিন পরীক্ষার মুখে পড়েন তিনি। এবার লক্ষ্যটা ছিল আরেকটু বেশি। কিন্তু সেটা আর মেলাতে পারলেন না ধোনি। কিংস পাঞ্জাবের কাছে হতাশার হার নিয়েই মাঠ ছাড়তে হলো চেন্নাই সুপার কিংসকে।
গতকাল রাতে আসরে নিজেদের পাঞ্জাবের সামনে ষষ্ঠ হারের মুখ দেখেছে রবীন্দ্র জাদেজার দল। আম্বাতি রাইডুর ঝোড়ো ইনিংসের পরও ১১ রানে হেরে যায় চেন্নাই সুপার কিংস।
গতকালের সমীকরণটা ছিল শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৭। স্ট্রাইকে ছিলেন ধোনি। ওভারের প্রথম বলে রিশি ধাওয়ানকে ছক্কা হাঁকান তিনি। পরের বলটি হয় ওয়াইড। তাতে সমীকরণ দাঁড়ায় ৫ বলে ২০। কিন্তু আগের ম্যাচের মতো জ্বলে উঠতে পারেননি ধোনি। ৮ বলে ১২ করে আউট হয়ে যান তিনি। এরপর চেন্নাইও হেরে যায় ১১ রানে।
ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৭ রানে থামে পাঞ্জাব। শিখর ধাওয়ানের অপরাজিত ৫৯ বলে ৮৮ রানে ভর করে এই শক্ত পুঁজি পায় পাঞ্জাব।
জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৭৬ রানেই থেমেছে চেন্নাইয়ের ইনিংস। ব্যাট হাতে ৩৯ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলেও দলকে বাঁচাতে পারলেন না রাইডু।