পারলেন না মেসি, পিএসজিকে জেতালেন নেইমার-ইকার্দি
লিগ ওয়ানে কী এক রুদ্ধশ্বাস ম্যাচই না দেখল ফুটবলভক্তরা! তারকায় ঠাসা দল পিএসজির মাঠে আচমকাই গোল করে বসে লিঁও। কিছুক্ষণের জন্য ভড়কে গিয়েছিলেন প্যারিসের ভক্তরা। ভূমিকা রাখতে পারলেন না দলের বড় তারকা লিওনেল মেসি। অবশ্য শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে রক্ষা করেন ব্রাজিল তারকা নেইমার ও মাউরো ইকার্দি। তাতে লিঁওর বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারিসের ক্লাবটি।
ঘরের মাঠে গতকাল রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে লিঁওর বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। লিঁওর হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকেতা।
পিএসজির ঘরের মাঠে লিওনেল মেসির এটাই ছিল প্রথম ম্যাচ। কিন্তু, এই ম্যাচেও ভূমিকা রাখতে পারলেন না রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার। যদিও বেশ কয়েক বার সুযোগ তৈরি করে আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু, নতুন দলের হয়ে জালের দেখা শেষ পর্যন্ত পেলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মেসির হতাশার রাতে স্বস্তি দিলেন নেইমার ও ইকার্দি। অন্তত মেসির মন খারাপ হতে দিলেন না। পিছিয়ে পড়ার পরও দলকে জয় উপহার দিয়েছেন নেইমার-ইকার্দি।
বিরতির পর ৫৪ মিনিটে এগিয়ে যায় লিঁও। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৬৬ মিনিটে দলকে সমতায় ফেরান নেইমার। গুস্তো ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টিতে স্পট কিকে সমতা টানেন ব্রাজিল তারকা।
৮২ মিনিটে ডি মারিয়ার বদলে ইকার্দিকে মাঠে নামান মাওরিসিও পচেত্তিনো। কোচকে হতাশ করেননি ইকার্দি। ৯৪তম মিনিটে এমবাপের দারুণ ক্রসে হেডে জাল খুঁজে নেন তিনি। ফলে গোটা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে প্যারিসের ক্লাবটি।
টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষ স্থান ধরে রেখেছে পিএসজি। লিঁওর পয়েন্ট ৬ ম্যাচে ৮। তারা আছে নয় নম্বরে।