পিএসএলে প্লাটিনাম বিভাগে মুস্তাফিজ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আসরের প্লাটিনাম বিভাগে রয়েছেন এই বাঁহাতি পেসার।
২৫ বিদেশির মধ্যে ক্রিস গেইল, রশিদ খান, ব্রাভো ও সন্দিপ লামিচানের মতো তারকাদের সঙ্গে একই বিভাগে রয়েছেন মুস্তাফিজ। এই বিভাগে থাকা ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে জানা গেছে, এবারের পিএসএলের নিলাম হওয়ার কথা আগামী ১০ জানুয়ারি। আর আগামী ফেব্রুয়ারি-মার্চে আসরটি মাঠে গড়ানোর কথা। তাই এই সময়ে মুস্তাফিজের খেলার সম্ভাবনা কম। কারণ কদিন বাদে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজ শেষ হওয়ার কথা ২০ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড সফরে। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরতে লম্বা সময় লাগবে। তাই পিএসএলে মুস্তাফিজ শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
পিএসএলের প্লাটিনাম বিভাগের ২৫ ক্রিকেটার হলেন : মুস্তাফিজুর রহমান, লেন্ডল সিমন্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, এভিন লুইস, ডোয়াইন ব্র্যাভো, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলী, ডেভিড মালান, টম ব্যান্টন, কলিন ইনগ্রাম, ইমরান তাহির, রাইলি রুশো, ডেভিড মিলার, ভেন ডার ডুসেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ক্রিস লিন, থিসারা পেরেরা, ইসু উদানা, রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব-উর রহমান, সন্দীপ লামিচানে।