পিএসজিকে হারিয়ে সুপার কাপ জিতল লিল
মৌসুমের শুরুটা ভালো হলো না পিএসজির। তাদের হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে নিল লিল। গতকাল রোববার রাতে ইসরাইলের তেল আবিবে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জিতে এই সাফল্য পায় তারা।
নেইমার-এমবাপ্পে ছাড়া খেলতে নেমে এই ম্যাচে ব্যর্থ হয় পিএসজি। এ নিয়ে লিলের কাছে টানা দুই ম্যাচ হারল পিএসজি।
পিএসজির নিয়মিত তারকাদের অনেকে এই ম্যাচে খেলেননি। এর প্রভাব পড়ে দলটির খেলায়। বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি।
গত মৌসুমে লিলের বিপক্ষে দুবার খেলে একবারও জিততে পারেনি পিএসজি। অ্যাওয়ে ম্যাচে ড্র করার পর হেরেছিল ঘরের মাঠে।
এই প্রথম ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা ঘরে তুলল লিল। এর আগে ১৯৫৫ সালে ফাইনালে রিমসের কাছে হেরেছিল তারা। এরপর ২০১১ মৌসুমে ফাইনাল খেললেও অলিম্পিক মার্শেইর কাছে হারে তারা। শেষ পর্যন্ত ২০২১ সালে এসে শিরোপার স্বাদ পেল লিল।