পিএসজিতেই থাকতে চান নেইমার
ব্রাজিলীয় তারকা নেইমার পিএসজিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি সতীর্থ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকেও ভবিষ্যতে এই ক্লাবেই দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
গোল ডটকমের খবরে জানা গেছে, নেইমারের সঙ্গে পিএসজির সম্ভাব্য নতুন চুক্তির ইঙ্গিত এরই মধ্যে পাওয়া গেছে। ২০২২ সালের জুনে নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ফরাসি টেলিভিশন টিএফ ওয়ানকে নেইমার বলেন, ‘এই মুহূর্তে আমি খুবই খুশি, সবকিছুতেই অনেক পরিবর্তন এসেছে। এই অনুভূতি আমি বলে বোঝাতে পারব না। আমি এখানে অনেকটাই মানিয়ে নিয়েছি, সব মিলিয়ে আমি এখানেই থাকতে চাই।’
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর চুক্তিতে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। লোরিয়েন্টের বিপক্ষে গতকাল রোববার ৩-২ গোলের বিস্ময়কর পরাজয়ের ম্যাচটিতে ব্রাজিলীয় এই তারকা দুই গোল করেছেন। নতুন কোচ মরিসিও পোচেত্তিনোর অধীনে এটাই পিএসজির প্রথম পরাজয়।
নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার ব্যাপারে এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন শোনা যায়। কার্যত চলতি মৌসুমের শুরুতেই এমবাপ্পেকে দলে চেয়েছিল রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত তা আর সফল হয়নি।
ব্রাজিলীয় তারকা বলেন, ‘আমি আশা করি এমবাপ্পেও আমাদের সঙ্গে এখানেই থেকে যাবে। অবশ্যই এটা সমর্থকদেরও চাওয়া। আমরা পিএসজিকে একটি অসাধারণ দল হিসেবেই সবসময়ই দেখতে চাই। আমি এখানে যতটুকু দেওয়া যায় তার সব চেষ্টাই করে যাচ্ছি। নিজের মনের মতো করে পুরো পরিবেশের সঙ্গে মানিয়ে সময়টা উপভোগ করে ফুটবল চালিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি।’
এবারের মৌসুমে সব ধরনের টুর্নামেন্টে পিএসজির হয়ে এমবাপ্পে ১৬ গোল করেছেন, আর নেইমার করেন ১৩ গোল। যদিও ইনজুরির কারণে দীর্ঘ সময় নেইমারকে বিশ্রামে থাকতে হয়েছে। এমবাপ্পে প্রসঙ্গে নেইমার বলেন, ‘তার সঙ্গে আমার ভাইয়ের মতো সম্পর্ক। আমি তার চেয়ে বয়সে বড়। আমরা একইসঙ্গে অনেক ম্যাচ খেলেছি, সবসময়ই তার কাছ থেকে সেরাটা দেখতে পছন্দ করি। সে দলের একটি সম্পদ। আমি তাকে ‘গোল্ডেন বয়’ বলে ডাকি। কারণ সে সত্যিকার অর্থেই দলের একটি রত্ন। মানুষ হিসেবেও সে অসাধারণ। মাঠের বাইরেও তার সঙ্গে সবার দারুণ সম্পর্ক রয়েছে।