পিএসজিতে সুখে নেই এমবাপ্পে
রিয়াল মাদ্রিদে পা না বাড়িয়ে চলতি মৌসুমে পিএসজির সঙ্গে লোভনীয় চুক্তি করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর বেশিদিন যায়নি। গত রাতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের আগে ফাটালেন বোমা বিশ্বকাপজয়ী তারকা। পিএসজিতে নাকি তিনি সুখী নন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানায়, জানুয়ারিতেই নাকি ফরাসি ক্লাবটি ছাড়তে পারেন এমবাপ্পে।
অসুখী মন নিয়ে রাতে মাঠে নামেন এমবাপ্পে। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গড়েন নতুন রেকর্ড। পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর ৩১ তম গোল। পেছনে ফেলেন এদিনসন কাভানিকে। ৪৮ ম্যাচে ৩১ গোল নিয়ে ইউরোপিয়ান টুর্নামেন্টে পিএসজির সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে।
পিএসজিতে এমবাপ্পে সুখে না থাকার কারণ হিসেবে অনেকেই দেখছেন নেইমারের সঙ্গে পেনাল্টি নিয়ে বিরোধকে। আবার মেসি আসায় মূল ফোকাসটা সরে গেছে। কাকতালীয়ভাবে বেনফিকা ম্যাচেও আসে পেনাল্টির মূহুর্ত। নেইমার নয়, এমবাপ্পেই নেন সেই পেনাল্টি।
মেসিকে ছাড়া খেলতে নেমে জয়ের দেখা পায়নি পিএসজি। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে আক্রমণে চেষ্টার কমতি রাখেনি নেইমার-এমবাপ্পে জুটি। শেষ দিকে অফসাইডের কারণে এমবাপ্পের একটি গোল বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো পিএসজি।
রেকর্ড করেছেন, দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন, এবার মনের অসুখ কমবে কি এমবাপ্পের? এত কিছু করেও দলের অন্যতম সেরা তারকার এমন মন খারাপে নাসের আল খেলাইফিও নিশ্চয়ই ভাবছেন, আর কী করলে কারও মন ভালো করা যায়!