পিএসজির বিপক্ষে নেই লেভানদোভস্কি
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। হাঁটুর চোটে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলের সেরা তারকা লেভানদোভস্কি। তাই শেষ আটের ম্যাচে পিএসজির বিপক্ষে নেই বায়ার্ন তারকা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত রোববার অ্যান্ডোরাকে হারায় পোল্যান্ড। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন লেভানদোভস্তি। যদিও মাঠ ছাড়ার আগে জোড়া গোল তিনিই করেছেন।
পোল্যান্ডের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রথমে জানানো হয়, ১০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে লেভানদোভস্কি। এরপর স্ক্যান করার পর গতকাল মঙ্গলবার জার্মানির ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ১০ দিন নয় আরো বেশি সময় লাগবে লেভার সেরে উঠতে। ফলে স্বাভাবিকভাবেই শেষ আটে পাওয়া যাচ্ছে না পোলিশ স্ট্রাইকারকে।
আগামী সাত এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে গতবারের রানার্সআপ পিএসজির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফিরতি লেগ হবে ১৩ নভেম্বর।