পিএসজির সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করেছেন জিদানের উপদেষ্টা
পিএসজির ডাগআউটে মাউরিসিও পোচেত্তিনোর উত্তরসূরি হিসেবে সম্ভাব্য নাম আসছে জিনেদিন জিদানের। এমনকি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও প্রকাশ্যে জিদানকে একটি ফরাসি ক্লাবের সঙ্গে কাজ করতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
জিদান ২০২২ কাতার বিশ্বকাপের একজন দূত হিসেবে কাজ করছেন। এই মুহূর্তে বাণিজ্যিক চুক্তির বাইরে কাতারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।
রয়টার্সের খবরে জানা গেছে, গতকাল শুক্রবার ফরাসি রেডিও স্টেশন ইউরোপ ওয়ান জানিয়েছে, জিদান দ্রুতই পিএসজির দায়িত্ব গ্রহণ করবেন। তবে কোনো উৎসের উদ্ধৃতি না দিয়েই খবরটি প্রকাশ করে তারা।
অবশ্য জিদানের উপদেষ্টা তা অস্বীকার করেছেন। জিদানের উপদেষ্টা অ্যালাইন মিগলিয়াসিও স্পোর্টস ডেইলি এল'ইকুইপকে বলেন, ‘এই সব গুজব। যা প্রচার করা হচ্ছে, তা ভিত্তিহীন। আমিই একমাত্র ব্যক্তি, যাঁর জিদানকে পরামর্শ দেওয়ার অনুমতি দেওয়ার অধিকার রয়েছে। জিদান বা আমার সঙ্গে পিএসজির মালিক সরাসরি যোগাযোগ করেননি।’
প্রায় ১৮ মাস আগে পোচেত্তিনো পিএসজিতে নিয়োগ পান। লিগ ওয়ানের ক্লাবকে চ্যাম্পিয়নস লিগে নতুন ভাবে তৈরি করতে ব্যর্থ হয়েছেন। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে পিএসজি শেষ ষোলো থেকে বাদ পড়েছে।
তবে গত এপ্রিলে লিগ ওয়ানের শিরোপা জেতে তারা। ৪৯ বছর বয়সী জিদান ২০২০-২১ মৌসুমে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোনো ক্লাবে যোগ দেননি।