পিকে-শাকিরা আলাদা হয়ে যাচ্ছেন!
বিচ্ছেদের পথে বার্সেলোনার তারকা ফুটবলার জেরার্ড পিকে ও তারকা সঙ্গীতশিল্পী শাকিরা। অন্য এক নারীর সঙ্গে পিকের ঘনিষ্ঠতার অভিযোগে বিচ্ছেদ হচ্ছে দুজনের।
স্পেনের সংবাদমাধ্যম এল পিরিওদিকোর খবরে জানা গেছে, এখন বার্সেলোনায় একটি অ্যাপার্টমেন্টে আলাদা থাকছেন পিকে। সতীর্থ রিকি পুইগের সঙ্গে থাকছেন এই বার্সেলোনা তারকা।
অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পিকে ধরাও পড়েছেন শাকিরার কাছে। শুধু তাই নায়, বিভিন্ন নারী সঙ্গী নিয়ে বিভিন্ন পার্টিতে যাওয়ার অভিযোগ পিকের বিরুদ্ধে। এই সম্পর্ক কতদিন টেকে সেটাই এখন দেখার।
শাকিরা একজন কলম্বিয়ান পপ তারকা। ৪৫ বছর বয়সী এই তারকার বিশ্বব্যাপী অনেক খ্যাতি রয়েছে। ২০১১ সালে পিকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাঁদের দুটি সন্তান রয়েছে। ৩৫ বছর বয়সী পিকে বার্সেলোনার অন্যতম সিনিয়র খেলোয়াড়।
বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে অনেক সাফল্য পেয়েছেন পিকে। ২০১০ বিশ্বকাপে স্পেন শিরোপা জেতে। সেই বিশ্বকাপের সময় থেকেই পিকের সঙ্গে সম্পর্কে জাড়ান পিকে। সে থেকে দীর্ঘ ১২ বছর একসঙ্গে থেকেছেন দুজনে। এখন সেই সম্পর্কের মাঝে এসেছেন নতুন এক নারী।
এক নারীর সঙ্গে পিকে নাকি বেশ কিছু দিন ধরেই সম্পর্কে জড়িয়েছেন। সেই নারী পিকের বাড়িতে অনেকবার গেছেন, তিনি পিকের সঙ্গে বসবাস করছেন।