পিছিয়ে পড়েও জিতল রিয়াল মাদ্রিদ
ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রেখেও প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদ। বিরতির পর উল্টো গোল খেলে বসে স্প্যানিশ চ্যাম্পিয়ানরা। অবশ্য তাতে কোনো অঘটন ঘটেনি। ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ওয়েস্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের দল।
লা লিগায় গতকাল শনিবার রাতে ওয়েস্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে জোড়া গোল করেছেন রাফায়েল ভারানে। অন্যদিকে প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন হাভি গালান।
এদিন ম্যাচের ৪৮ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। প্রতিপক্ষের ডি-বক্সের সামনে বল নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে দারুণ শটে জাল খুঁজে নেয় ওয়েস্কার ফুটবলার হাভি গালান।
তবে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ টেকেনি ওয়েস্কা শিবিরে। পাল্টা আক্রমণে ৫৫ মিনিটে রিয়ালকে ম্যাচে ফেরান ভারানে। প্রতিপক্ষের গোলমুখের সামনে জটলার মধ্যে থেকে লাফিয়ে গোলটি করেন তিনি।
পরের গোলটি আসে শেষ দিকে। ৮৪ মিনিটে টনি ক্রুসের কর্নারে ছয় গজ বক্সে কাসেমিরোর নেওয়া হেড গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেনি, ছুটে এসে স্কোরলাইন ২-১ করেন ভারানে।
এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ফিরল রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৩। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪০। ৫০ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।