পুরনো ক্লাবে ফিরতে পারেন রোনালদো
জুভেন্টাসে সময়টা মোটেও ভালো কাটছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। চুক্তির বাকি আর মাত্র এক বছর। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে ইতালির ক্লাবটি ছাড়তে পারেন তিনি। জুভেন্টাস ছাড়লে কোথায় যাবেন রোনালদো, তা নিয়ে শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা। শোনা যাচ্ছে পুরনো ক্লাবে ফিরতে পারেন তিনি।
গোল ডটকমের খবরে জানা গেছে, রোনালদোর মা দোলোরেস আভেইরোর বিশ্বাস, আগামী মৌসুমেই জুভেন্টাস ছেড়ে ফিরবেন পর্তুগালের ক্লাব লিবসনে।
সম্প্রতি রোনালদোর মা দোলোরেস আভেইরো ইঙ্গিত দিয়েছেন, ‘পরের মৌসুমে আমি ওকে ফিরিয়ে আনার বিষয়ে ওর সঙ্গে কথা বলব। পরেরবার ও অ্যালভালদেতেই (স্পোর্টিং লিসবনের স্টেডিয়াম) খেলবে।’
রোনালদোর মা স্পোর্টিং ক্লাবের সমর্থক। এই ক্লাবেই ক্যারিয়ার শুরু করেছিলেন পর্তুগালের অধিনায়ক।
অবশ্য রোনালদোর এজেন্ট জর্জে মেন্ডেজ পর্তুগিজ সংবাদপত্রকে জানান, 'স্পোর্টিংয়ের চ্যাম্পিয়নশিপ জয়ে রোনালদো খুবই খুশি। এই মুহূর্তে দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই তার।'
এদিকে জুভেন্টাস এই মৌসুমে খুব একটা ভালো খেলতে পারছে না। চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই ছিটকে গেছে। সিরি-আ জেতাও সম্ভব নয়।
এমন অবস্থায় এই পর্তুগিজ তারকাকে দলে পেতে হাত বাড়িয়েছে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শোনা যাচ্ছে রোনালদোর এজেন্ট তা নিয়ে কথা বলছেন। অন্যদিকে আর্থিক সমস্যায় জর্জরিত ইতালিয়ান সাবেক চ্যাম্পিয়নরা নাকি তাদের খরচ কমাতে আগ্রহী।