পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড দল
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আজ রোববার (১২ মার্চ) সকালে এমিরেটসের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেটে চলে গেছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
সিরিজের প্রথম দুটি ওয়ানডে এবং সব টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায়। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। আর একমাত্র টেস্টটি মাঠে গড়াবে সকাল ১০টায়। ১৫ মার্চ একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে দুই দল। এরপর ১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।
এই প্রথম আইরিশদের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৭ জয়ের বিপরীতে ২ হার ও টি-টোয়েন্টিতে ৩ জয়ের বিপরীতে একটি হার আছে বাংলাদেশের। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সফর করেছিল আয়ারল্যান্ড।