পেনাল্টি মিস করে বর্ণবাদের শিকার ইংলিশ ফুটবলার
স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। টাইব্রেকারে ইতালির কাছে ৩-২ গোলে হেরে সব আশা ভেঙে চুরমার হয়ে যায় হ্যারি কেইনদের।
ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোল ড্র ছিল। অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারে তিনটি শট মিস করেন রাশফোর্ড, স্যাঞ্চো ও সাকা।
গোল ডটকমের খবরে জানা গেছে, ম্যাচের পর তিন ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদের শিকার হচ্ছেন। একদল ইংলিশ সমর্থক বাজে মন্তব্য করছেন তাঁদের নিয়ে।
এফএ এক বিবৃতিতে জানায়, ‘এফএ যে কোনো বর্নবাদমূলক মন্তব্যের বিরুদ্ধে। আমরা ইংলিশ তারকাদের দিকে বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।’
লন্ডন পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনও ঘটনায় হতাশা প্রকাশ করেছেন।
বরিস জনসন এক টুইট বার্তায় লেখেন, ‘ইংল্যান্ডের খেলোয়াড়দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদমূলক মন্তব্য করা নয়, বরং তাঁদের সম্মান জানানো উচিত। যারা এই ঘটনায় জড়িত তাদের নিজেদের ওপর লজ্জা হওয়া উচিত।’