পেলেকে ছাড়িয়ে গেলেন রোনালদো
কিংবদন্তি ফুটবার পেলেকে টপকে গেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলে বিশ্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুই নম্বরে উঠে এলেন তিনি। তাঁর সামনে এখন রয়েছেন কেবল অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকান। তালিকায় চার নম্বরে রয়েছেন লিওনেল মেসি।
গোল ডটকমের খবরে জানা গেছে, ইতালিয়ান লিগে উডিনেজের বিরুদ্ধে জোড়া গোল করেন রোনালদো। প্রথম গোল করার পরই ছুঁয়ে ফেলেন পেলেকে। দ্বিতীয় গোল করে টপকে যান ব্রাজিলীয় কিংবদন্তিকে। পরের ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে খেলবে জুভেন্টাস। সেখানে বিকানকে স্পর্শ এবং টপকে যাওয়ার সুযোগ থাকছে রোনালদোর সামনে।
সান্তোস, নিউইয়র্ক কসমস ও ব্রাজিলের হয়ে মোট ৭৫৭ গোল করেছিলেন পেলে। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে ৬৫৬ গোল রয়েছে রোনালদোর। আর জাতীয় দলের হয়ে ১০২ গোল করেন তিনি।
এই তালিকায় চার নম্বরে রয়েছেন মেসি। তবে রোনালদোর থেকে প্রায় ২০০ ম্যাচ কম খেলেছেন তিনি। ভবিষ্যতে সবচেয়ে কম ম্যাচ খেলে রেকর্ড গড়ার সুযোগ থাকছে আর্জেন্টাইন তারকার সামনে।
অবশ্য কিছুদিন আগে একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোলের ক্ষেত্রে মেসি ভেঙেছিলেন পেলের রেকর্ড। বার্সেলোনার হয়ে এখন তাঁর ৬৪৪ গোল রয়েছে।
গতকাল রোববার রাতে জুভেন্টাস ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে উডিনেজেকে। রোনালদোর জোড়া গোল ছাড়া বাকি দুটি গোল করেন চিয়েসা ও পাওলো দিবালা।