পেলে যেন একজন হার না মানা যোদ্ধা
২০২১ সালের সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। গত বছর ৪ সেপ্টেম্বর তাঁর অন্ত্রে অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়া হয়েছিল। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফিরেছিলেন তিনি। এখন কেমোথেরাপি চলছে। গত ১৩ ফেব্রুয়ারি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সম্প্রতি মূত্রনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে থাকতে হয়েছিল পেলেকে।
পেলের ক্লাব সান্তোসে গোলরক্ষক হিসেবে দীর্ঘদিন খেলেছেন পেলের পুত্র এডিনহো। পিতার মতো বড় খেলোয়াড় হতে পারেননি বলে আক্ষেপ নেই তাঁর। এখন কোচিং করাচ্ছেন। ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দল লন্দ্রিনার কোচ পেলের পুত্র।
এদিকে প্রতি মাসে তিনটি কেমোথেরাপি নিতে হয় তিনটি বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে। অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। তারপরও যেন প্রাণচাঞ্চল্যে ভরপুর তিনি। পেলের এই অফুরন্ত আত্মবিশ্বাস দেখে পুত্র এডিনহো বলেন, পেলে একজন হার না মানা যোদ্ধা।
এডিনহো বলেন, ‘বাবা ভালো আছেন। শারীরিকভাবে তিনি খুব কঠিন একটা সময় পার করছেন। কিন্তু আমার বাবা বরাবরের মতোই একজন লড়াকু যোদ্ধা। তিনি এখনো লড়াই করছেন। আমাদের পরিবার তাঁর জন্য অনেক প্রার্থনা করছে, আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন।’