প্যারাগুয়ের মাঠে পয়েন্ট হারাল আর্জেন্টিনা
পুরো ম্যাচে আক্রমণে ভীতি ছড়াল আর্জেন্টিনা। দারুণ সব সুযোগ তৈরি করেছেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। কিন্তু, একটিও ফেলতে পারলেন না লক্ষ্যে। ফলে প্যারাগুয়ের মাঠ থেকে পয়েন্ট হারিয়ে ফিরতে হলো দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বাংলাদেশ সময় শুক্রবার হওয়া ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। কাতার বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে চতুর্থ ম্যাচে পয়েন্ট হারাল আর্জেন্টিনা। আর ষষ্ঠ ড্র করল প্যারাগুয়ে।
এদিন পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৪টি শট নেয় আর্জেন্টিনা। যার আটটি ছিল অনটার্গেট শট।
অন্যদিকে, প্যারাগুয়ের ১০ শটের তিনটি ছিল অনটার্গেট। কিন্তু, দুদলের কেউই লক্ষ্যে বল ফেলতে পারেনি।
অবশ্য আক্রমণে বেশ কয়েকবার প্যারাগুয়ের পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়েকে বারবারই রক্ষা করেছেন তাদের গোলরক্ষক আন্তোনি সিলভা। মেসিদের অনেক আক্রমণ ব্যর্থ করে জাল অক্ষত রেখেছেন তিনি। ম্যাচের দুই অর্ধে বারবার চেষ্টার পরেও দেখা মিলল না গোলের। ফলে পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হলো লিওনেল স্কালোনির দলকে।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৯ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।
আরেক ম্যাচে উরুগুয়ের মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে কলম্বিয়া। ১০ ম্যাচে উরুগুয়ের পয়েন্ট ১৬ ও কলম্বিয়ার পয়েন্ট ১৪। তাদের সমান ১০ ম্যাচ খেলা প্যারাগুয়ের পয়েন্ট ১২।
অন্যদিকে, ৯ ম্যাচে টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ব্রাজিল। সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করার আরও কাছে পৌঁছে গেছে তারা। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে ভেনেজুয়েলা।